Aamir Khan and Vishnu Vishals Rescue | ঘূর্ণিঝড়ের কবলে আমির খান, ভাইরাল উদ্ধারের ছবি
রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড়ে আটকে পড়েছিলেন বলিউড অভিনেতা আমির খান এবং দক্ষিণী অভিনেতা বিষ্ণু বিশাল। উদ্ধার করা হয়েছে দুজনকেই (Aamir Khan and Vishnu Vishals Rescue)। সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ঝড়ের চেয়েও বেশি গতিতে৷ ঘূর্ণিঝড় মিচং চেন্নাইতে (Cyclone Michaung) অনেক ক্ষতি করেছে বলে জানা গিয়েছে। প্রবল ঝড়ের কারণে শহরে চলছে প্রবল বৃষ্টি।
এসব কারণে প্রায় দুই দিন ধরে চেন্নাই নগরী স্তব্ধ হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিতে আটকে পড়েন অভিনেতা আমির খান (Aamir Khan) ও বিষ্ণু বিশাল (Vishnu Vishal) তাদের দুজনকে উদ্ধার করা হয়েছে হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় তথ্য জানিয়েয়েছেন বিষ্ণু বিশাল। কারাপাক্কামে আটকে পড়েছিলেন আমির ও বিষ্ণু। বিষ্ণু জানান, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মীরা তাঁদের সেখান থেকে উদ্ধার করেছেন।
বিষ্ণু বিশাল (Vishnu Vishal) তাঁর X অর্থাৎ ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন। প্রথমদিকে, তিনি তার বাড়ি এবং প্রাঙ্গণের কিছু ছবি শেয়ার করেছিলেন। এতে চেন্নাইয়ে আসা এই বন্যার (Chennai Flood) দৃশ্য দেখা যায়। এরপর তিনি আরেকটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে একটি নৌকা দেখা গিয়েছে। ছবিতে আমির খানকেও দেখা যাচ্ছে। বিষ্ণু বিশালের স্ত্রী জ্বালা গুট্টা একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। ছবিটি শেয়ার করে বিশাল লিখেছেন, ‘আমাদের মতো আটকে পড়া মানুষকে সাহায্য করার জন্য ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টকে ধন্যবাদ।
Water is entering my house and the level is rising badly in karapakkam I have called for help No electricity no wifi No phone signal Nothing Only on terrace at a particular point i get some signal Lets hope i and so many here get some help❤️ I can feel for people all over chennai… pic.twitter.com/pSHcK2pFNf
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) December 5, 2023
ইতিমধ্যেই চেন্নাইয়ের কারাপাক্কামে উদ্ধার অভিযান শুরু হয়েছে। আগে থেকে ৩টি নৌকা কাজ করছে। এই কঠিন সময়ে তামিলনাড়ু সরকার খুব ভালো কাজ করছে। প্রশাসনিক আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিশালের শেয়ার করা একটি পোস্টে তিনি লিখছেন, তিনি কারাপাক্কামে আটকে আছেন। তার আগে তিনি লিখেছিলেন যে আমার বাড়িতে জল ঢুকেছে এবং কারাপাক্কামে জলস্তর অনেক বেড়েছে। আমি সাহায্যের জন্য ডেকেছি। সেখানে বিদ্যুৎ এবং ওয়াইফাই কোনটিই নেই। ফোনের সিগন্যালও নেই।
আরও খবর পড়ুন: ১০ হাজার টাকায় 50 MP ক্যামেরা যুক্ত স্মার্টফোন!
টেরেসের কিছু জায়গায় একটু নেটওয়ার্ক আছে। আশা করি এটি আমাকে এবং উপস্থিত অনেক লোককে সাহায্য করবে। রাজ্যের শিল্পমন্ত্রী ডঃ টিআরবি রাজা উদ্ধার অভিযান শুরু করার পর আমির খান (Aamir Khan) এবং বিষ্ণু বিশালের ধৈর্য্যের প্রশংসা করেছেন। আমির খান গত মাসে চেন্নাইয়ে যান। তার মা জিনাম হোসেন চেন্নাইয়ের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ছিলেন। তাই তিনি চিকিৎসা কেন্দ্রের কাছের কোনও হোটেলে থাকার পরিকল্পনা করেছিলেন বলে খবর। এতে প্রয়োজন পড়লে তিনি মায়ের কাছে যেতে পারবেন।
অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365
প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।