Hair Fall Solution: চুলের যত্নে ঘরোয়া টোটকা, জানুন বিস্তারিত
ওয়েবডেস্ক: চুলের যত্ন নিতে ঘরোয়া উপায় রয়েছে। এনিয়েই এই পোষ্ট। বাড়ির হেঁশেলে থাকা কিছু জিনিস দিয়েই চুলের যত্ন (Hair Care) নেওয়া সম্ভব। জানতে অবশ্যই লেখাটি সম্পূর্ণ পড়ুন। রাসায়নিকমুক্ত জিনিস দিয়ে চুলের যত্ন নিতে চাইলে জেনে নিন উপায়। চুলের সমস্যা (Hair Fall Problems) নিয়ে ভোগান্তি মিটবে (Hair Fall Solution)।
জিরার জল অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেলে ভরপুর। এক কাপ জলে ২ টেবিল চামচ জিরা ফুটিয়ে নিন। চুলে শ্যাম্পু করার পর জিরা জল দিয়ে চুল ধুয়ে নিন। এতে আপনার চুল মজবুত হবে। একইসঙ্গে চুল থেকে খুশকি দূর হবে। চুলের উজ্জ্বলতা (Hair Shining) বাড়ার পাশাপাশি চুল বৃদ্ধিও (Hair Growth) হবে।
ডিম চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার মতই চুলেরও যত্ন নেয় ডিম। ডিমের প্রোটিন চুলকে মজবুত করতে সাহায্য করে। চুল পড়া (Hair Fall) বন্ধ করে। ডিমের সাদা অংশে লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে হয়। শুকনো চুল (Dry Hair Problem) থাকলে, নারকেল তেল মেশানো যাবে। এই পদ্ধতির ২০ মিনিট পর চুলে ধুয়ে ফেলতে হবে। তাহলেই, মিলবে সুন্দর চুল (Silky Hair)।
এছাড়াও, একটি গবেষণায় দেখা গিয়েছে, চুলে দেশি ঘি ব্যবহারের করেও, অনেক উপকার মেলে। শক্ত কালো চুলের জন্য এটি ব্যবহার করা যায়। ফলে, আপনার চুল মজবুত হবে। চুলের উজ্জ্বলতাও বাড়াবে। এর জন্য দেশি ঘিতে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। মাথায় ভালো করে ম্যাসাজ করে ৩০ মিনিট রাখুন। এরপর চুল ধুয়ে ফেলুন। এতে আপনার চুল পড়া (Hair Falls) কমে যায়।