Ukraine: পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন নিয়ে বৈঠক করবেন বাইডেন
ওয়েবডেস্ক: ইউক্রেনের (Ukraine) এখনকার অবস্থা নিয়ে আলোচনা করতে এবার পোল্যান্ড সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। হোয়াইট হাউসের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী শুক্রবার পোল্যান্ড সফর করতে পারেন জো বাইডেন (Joe Biden)।
রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ক্ষয়ক্ষতি ও মানবাধিকার সংকটের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, সেই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা কী থাকবে, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আলোচনা করবেন।
ন্যাটো সামরিক জোট, ইউরোপিয়ান কাউন্সিল এবং জি-৭-র বৈঠকে অংশ নিতে আগামী বুধবার ব্রাসেলস যাবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে, এই সফরে ইউক্রেন যাওয়ার পরিকল্পনা নেই বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকির তরফ থেকে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ২৬ দিন হতে চললেও, এখনও তা বন্ধ হয়নি। এই পরিস্থিতিতে এই বৈঠক যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।