দুর্ঘটনার কবলে বিএসএফ বাস, জখম ৮
কলকাতা: দুর্ঘটনার কবলে পড়ল বিএসএফের বাস। রবিবার দুপুরে লেকটাউনের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় ৫ বিএসএফ জওয়ানের আহত হয়েছেন খবর মিলেছে। ভিআইপি রোডে একটি ট্যাক্সিকে ধাক্কা মারে বিএসএফের বাসটি। শুধু বিএসএফ জওয়ানরাই নন, দুর্ঘটনায় ট্যাক্সিতে থাকা আরও ৩ যাত্রী আহত হয়েছেন।
জখম ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে। এদিন কলকাতা বিমানবন্দর থেকে উল্টোডাঙ্গা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিএসএফের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভিআইপি রোডের উপর লেকটাউন মোড়ের কাছে একটি গাড়িতে ধাক্কা দেয়। পরে একটি যাত্রীবোঝাই ট্যাক্সিতে ধাক্কা দেয়। দুমড়ে-মুচড়ে যায় ট্যাক্সিটি।
দুর্ঘটনার পর লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেছে। তবে, হাসপাতাল সূত্রের খবর, কারও আঘাত তেমন গুরুতর নয়। পথচারীদের অভিযোগ, দ্রুত গতিতে বিএসএফের গাড়িটি বিমানবন্দর থেকে উল্টোডাঙার দিকে আসছিল। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ভিআইপি রোডে যানজট সৃষ্টি হয়। ঘটনার জেরে চরম সমস্যায় পড়েন পথযাত্রীরা।