কয়লাখনিতে ধস, শ্রমিক চাপা পড়ার আশঙ্কা বহাল
আসানসোল: কয়লাখনিতে ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার আসানসোলের কুলটির বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখে ধস নামে। স্থানীয়দের অভিযোগ, বন্ধ খনিতে অবৈধভাবে কয়লা কাটার জেরেই এই বিপত্তি ঘটেছে।
ধসের জেরে বেশকয়েক জন চাপা পড়ে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও অনুমান করা হচ্ছে। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি খনি কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, এই কয়লা খনি বন্ধ থাকলেও, গোপনে খনিতে মাঝেমাঝেই কাজ চলে।
এদিনও কাজ চলছিল। সেই সময়ই বিপত্তি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, উদ্ধারকাজ শুরু চলছে। যদিও, এখনও পর্যন্ত ভেতরে ঠিক কতজন আটকে থাকতে পারেন তা স্পষ্ট করা সম্ভব হয়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।