Plane Crash In Nepal | গন্তব্যে পৌঁছানোর আগেই বিধ্বস্ত বিমান, ৩২ জনের মৃতদেহ উদ্ধার
ওয়েবডেস্ক: ৭২ জন যাত্রী নিয়ে নেপালে বিমান ভেঙে (Plane Crash In Nepal Today) পড়ল। ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। বিমান বিধ্বস্ত হওয়ার পরই নেপালের সেনাবাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিমানে ছিলেন কমপক্ষে ১০ জন বিদেশি যাত্রী।
তাঁদের মধ্যে ৫ জন ভারতীয় ছিলেন। এছাড়াও রুশ, কোরিয়ান, আর্জেন্টিনা, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের যাত্রীও ছিলেন। বিমানে থাকা ভারতীয় যাত্রীরা জীবিত আছেন কিনা তা এখনও অজানা। রবিবার বেলা ১১টা নাগাদ পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে দুর্ঘটনাগ্রস্ত হয় বিমানটি।
বিমানের কর্মী-সহ একজনও যাত্রীদের জীবিত থাকার আশা ক্ষীণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিমানটি ইয়েতি এয়ারলাইন্সের (Yeti Airlines Crash) ছিল। কাঠমান্ডু থেকে পোখারায় (Pokhara Plane Crash) যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়ে যায় বলে খবর।
এই ঘটনার পর মন্ত্রীপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল। দেশের এজেন্সিগুলিকে উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ার সঙ্গেসঙ্গেই, তাতে আগুন ধরে যায়।