
China Plane Crash: ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান
Release 365 ওয়েবডেস্ক: চিনে ভয়াবহ বিমান (China Plane Crush) দুর্ঘটনায় বিশ্ব জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। খবর মিলেছে, সোমবার ১৩৩ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছে বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমান। যাত্রী নিয়ে রওনা হয়েছিল চিনের ইস্টার্ন প্যাসেঞ্জার জেট। পরে দক্ষিণ-পশ্চিম চিনে বোয়িং ৭৩৭ (Boeing 737 airplane crash) বিমানটি ভেঙে পড়ে। হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম CCTV বিষয়টি প্রকাশ্যে আনতেই নেটমাধ্যমে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পাওয়া গিয়েছে, উঝৌও শহরের কাছে গ্রামীণ এলাকায় বিমানটি ভেঙে পড়েছে। এরজেরে পাহাড়ে আগুন লেগে যায়। আরও খবর পাওয়া গিয়েছে, গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সংশিষ্ট ওই সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে।
ইতিমধ্যেই, দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ঘটনাস্থলের ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। এক বিমানকর্মীকে উদ্ধার করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কুনমিং থেকে উড়ানের পর নির্ধারিত সময়ে গন্তব্যস্থল গোয়াংঝোয় পৌঁছতে পারেনি MU5735 বিমান। চিন এয়ারলাইনের নিরাপত্তা ব্যবস্থা উন্নতমানের হওয়া সত্ত্বেও, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে।