বাইডেনের উপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া

joe baiden image

ওয়েবডেস্ক: রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Baiden News) উপর নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর সামনে এল। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এই নিষেজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট বাইডেন এবং তাঁর কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মাইলি এবং হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকিও রয়েছেন।প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকেও রাশিয়ার এই নিষেধাজ্ঞার তালিকায় ঢোকানো হয়েছে বলে একটি সংবাদমাধ্যম জানিয়েছে।

আমেরিকাও এরআগে রাশিয়ার বেশ কয়েকজন ব্যবসায়ী এবং মিডিয়া ব্যক্তিত্বের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। রাশিয়া এই সিদ্ধান্ত ঘোষণার আগে যুক্তরাষ্ট্র রুশ বেশ কয়েকজন সিনিয়র রুশ প্রতিরক্ষা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। তাদের মধ্যে রাশিয়ার বেশ কজন উপমন্ত্রী এবং সরকারি একটি নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানের মহাপরিচালক রয়েছেন। কানাডাও আজ ১৫ জন সিনিয়র রুশ কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকায় ঢুকিয়েছে বলে জানা গিয়েছে।

Exit mobile version