ওয়েবডেস্ক: ১৬ মার্চ বুধবার থেকে কো-উইন (CoWIN) পোর্টালে শুরু হতে চলেছে ১২ বছরের বেশি বয়সিদের টিকাকরণের জন্য নাম রেজিস্ট্রেশন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বিষয়টি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটারে লেখেন, ১২-১৪ বছর বয়সি শিশুদের কর্বেভ্যাক্স টিকা দেওয়া হবে।
ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োলজিক্যাল ই এই টিকা তৈরি করেছে। এটি ইতিমধ্যেই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের ছাড়পত্র পেয়েছে। বুধবার থেকে এই টিকা দেওয়া শুরু হবে। অভিভাবকদের উদ্দেশ্যে শিশুদের টিকাকরণে অংশ নেওয়ার অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
এই টিকা নেওয়ার জন্য প্রথমে Co-WIN পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে।
এরজন্য প্রথমে সরকারি কো-উইন পোর্টাল Cowin.gov.in খুলতে হবে। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অথবা একক ভাবে শিশুর নাম নথিভুক্ত (Registration) করা যাবে। একটি মোবাইল নম্বর দিয়ে ৪ জন সদস্যের নাম নথিভুক্ত করা যাবে। আধার (Aadhar Card) ছাড়াও স্কুলের পরিচয়পত্র দিয়ে নাম লেখানো যাবে বলে জানা গিয়েছে।
এই নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শেষ হলে অ্যাপয়েন্টমেন্ট, তারিখ এবং সময় বেছে নেওয়ার সুবিধা মিলবে। তালিকা থেকে টিকাকেন্দ্র নির্দিষ্ট করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের পর নাম নথিভুক্ত করার পর মোবাইলে এসএমএস চলে আসবে। টিকাকরণের পর আরোগ্য সেতু মোবাইল অ্যাপ এবং কো-উইন (Co-WIN) পোর্টাল থেকেও শংসাপত্র ডাউনলোড করে নেওয়া যাবে।