Mukesh Ambani | সোমনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে কী করলেন?
রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: মুকেশ আম্বানি (Mukesh Ambani) সোমনাথ মন্দির ট্রাস্টে দান করলেন ১.৫১ কোটি টাকা। শিবরাত্রি উপলক্ষ্যে রিলায়েন্স (Reliance) ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এবং তাঁর ছেলে রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি (Mukesh Ambani Son) এদিন গুজরাটের সোমনাথ মন্দির দর্শন করতে গিয়েছিলেন।
তাঁদের স্বাগত জানান মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পিকে লাহিড়ি। ছিলেন ট্রাস্টের সেক্রেটারি যোগেন্দ্রভাই দেশাই। জানা গিয়েছে, আম্বানি পরিবার ভগবান শিবের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। উৎসাহ এবং শ্রদ্ধার সঙ্গে উৎসব উদযাপন করেন তাঁরা। মহা শিবরাত্রির উৎসবে সামিল হয়ে আম্বানি পরিবার মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। মন্দিরের উন্নতির জন্য দানও করেছেন।
ইতিমধ্যে, বেশ কিছু ছবি সামনে এসেছে। সেই সব ছবিতে মুকেশ আম্বানি এবং তাঁর ছেলেকে সোমনাথের প্রার্থনায় অংশ নিতে দেখা গিয়েছে। এরপরই বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট হয়েছে। সম্প্রতি ইউপি ইনভেস্টর সামিট ২০২৩-এ যোগ দিয়েছিলেন মুকেশ আম্বানি।
সেখান থেকেই তিনি জানিয়েছিলেন, এ বছরের বাজেট প্রকৃতপক্ষে একটি উন্নত দেশ হিসাবে ভারতের উত্থানের ভিত্তি স্থাপন করেছে। সর্বোচ্চ ক্যাপেক্স বরাদ্দ বাড়ানো হয়েছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি তো হবেই। বৃহত্তর সামাজিক কল্যাণও সাধিত হবে বলে তিনি জানিয়েছিলেন।
অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365
প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।