NEET 2024 Answer Key: চলতি বছর জুনের ১৪ তারিখেই ফল প্রকাশ!
রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: NEET UG এর প্রভিশনাল অ্যানসার কী (NEET 2024 Answer Key) প্রকাশিত হয়েছে। অফিশিয়াল তথ্য অনুযায়ী জুন মাসের ১৪ তারিখ ফলাফল প্রকাশিত হতে পারে।
দ্যা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) আগামী মাসেই ন্যাশনাল এলিজাবেলেটি কাম এন্ট্রান্স টেস্ট, স্নাতকের (NEET UG 2024) ফল প্রকাশ করতে পারে বলে আশা করা হচ্ছে।
NEET UG এর প্রভিশনাল অ্যানসার কী (NEET 2024 Answer Key) প্রকাশের সময়ই এমন তথ্য সামনে এসেছিল। সেই অনুযায়ী এই সম্ভাবনা তৈরি হয়েছে।
যদিও দ্যা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (The National Testing Agency) সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করে নিশ্চিতভাবে কোনো নোটিফিকেশন জারি করেনি।
গোটা ভারতের ৫৫৭টি শহরে ২৪ লাখ পরীক্ষার্থী গত ৫ মে (NEET 2024 Exam Date)পরীক্ষা দিতে বসেছিল বলে জানা গিয়েছে।
আরো পড়ুন: NEET 2024 Result Date: কিভাবে দেখবেন ফলাফল, জানেন?