OnePlus Nord 4 Launch Date, দামই বা কত?

রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: চলতি বছর জুলাই মাসে আসতে চলেছে OnePlus Nord 4. এবছরই এপ্রিল মাসে OnePlus Nord CE4 বাজারে এনেছিল। Nord 4 এর লঞ্চের বিষয়ে OnePlus এখনো অফিশিয়ালি কোনো ঘোষণা করেনি। (Oneplus Nord 4 Launch Date) জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সম্ভবত ১৫ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে OnePlus লঞ্চ করতে Nord 4.

মনে করা হচ্ছে OnePlus Nord 3 লঞ্চের এক বছর পর ভারতে 4 লঞ্চ হতে চলেছে (Oneplus Nord 4 Launch Date In India)। গত মার্চে চীনে লঞ্চ হওয়া OnePlus 3V মডেলটিই এদেশে OnePlus Nord 4 হিসেবে লঞ্চ করা হবে বলে খবর ছড়িয়েছে। Qualcomm এর Snapdragon 7+ Gen 3 চিপসেট সহ এই ফোন লঞ্চ করা হতে পারে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে।

সেই হিসেবে OnePlus Nord 4 মডেলে 6.74 ইঞ্চি অ্যামোলেড (Amoled) ডিসপ্লে থাকবে। ১২০ হার্টস রিফ্রেশ রেট যুক্ত স্মার্টফোনটিতে ২১৫০ নিট পিক ব্রাইটনেসের সুবিধা থাকবে। 12 এবং 16GB RAM ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই OnePlus Nord 4. 256 এবং 512GB ইউএফএস ৪.০ স্টোরেজ থাকবে।

OIS সহ ফোনে 50 MP মেইন ক্যামেরা, একটি 8 MP আল্ট্রাওয়াইড, একটি 16 MP সেলফি ক্যামেরা থাকবে। দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য 5,500 mAh এর বড়ো ব্যাটারি থাকছে। অ্যান্ড্রয়েড ১৪ (Android 14) এর উপর অক্সিজেন ওএস (OxygenOS 14) কাস্টম ইউআই তে OnePlus Nord 4 আসবে বলে মনে করা হচ্ছে।

OnePlus Nord 3 এর বেস ভ্যারিয়েন্ট গত বছর ৩৩,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। আশা করা হচ্ছে এর OnePlus Nord 4 এই দামের আশেপাশে থাকবে (Oneplus Nord 4 Launch Date In India Price)। তবে, প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন এবছরে এই স্মার্টফোনের কিনতে গিয়ে গ্রাহকদের পকেট থেকে খসতে পাড়ে আরো একটু বেশিই। লঞ্চের পরই বাকি বিষয় বোঝা যাবে।

Exit mobile version