World Forest Day 2022: গোটা বিশ্বের সঙ্গে ভারতেও পালিত হচ্ছে

World forest day 2022 theme

Release 365, ওয়েবডেস্ক: এই ব্যস্ত শহরে অনেকেই বনরক্ষার কথা ভুলতে বসেছেন। আসলে, বন ধ্বংস করে ইটের তৈরি বড় বড় আবাসনে নিশ্বাস নেওয়ার পিছনে রয়েছে বনের বড় ভূমিকা রয়েছে বলা বাহুল্য। কারণ এই বনের গাছ থেকেই জীব জগতের বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ হয়। এই কথা মনে করিয়ে দেওয়া লক্ষ্যে প্রতি বছর ২১শে মার্চ আন্তর্জাতিক বন দিবস (World Forest Day) হিসেবে পালন করা হয়।

২০১২ সালের ২৮ নভেম্বর ইউনাইটেড ন্যাশনস্ জেনারেল অ্যাসেম্বলি – ইউএনজিএ (United Nations General Assembly – UNGA) একটি রেজুলেশনের মাধ্যমে ২১ মার্চ দিনটিকেই আন্তর্জাতিক বন দিবস (International Day Of Forests) পালনের উদ্দেশ্যে স্থির করা হয়। ২০১৩ সালে ২১ মার্চ প্রথম (first world forest day) এই বিশেষ দিনটি পালন করা হয়। এই দিনটিতে সব ধরনের বনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার প্রয়াস নেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে।

এবছরও ইউনাইটেড ন্যাশনস্ জেনারেল অ্যাসেম্বলি – ইউএনজিএ এবং ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ দি ইউনাইটেড ন্যাশনস্ যৌথভাবে নানা কর্মসূচির মাধ্যমে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, প্রতি বছর এই উৎসবের থিম পরিবর্তন হয়। ২০২২ সালে বনের দীর্ঘায়ু উৎপাদন এবং বনের ব্যবহার থিমে (world forest day 2022 theme) রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ভারতেও দিনটি (world forest day in india) যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।

ইউনাইটেড ন্যাশনস্-র তথ্য অনুসারে, ১৬০ কোটিরও বেশি মানুষ খাদ্য, ওষুধ, আশ্রয়, শক্তি, আশ্রয়, জীবিকা ইত্যাদির জন্য সরাসরি এই বনের উপর নির্ভরশীল। তাঁদের মতে, বনগুলি ভালো মানের পানীয় জলের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখে। নিউইয়র্ক, টোকিও এবং বার্সেলোনা সহ বিশ্বের বৃহত্তম প্রায় এক-তৃতীয়াংশ শহর বনের উপর নির্ভর করে বলে জানা যায়।

Exit mobile version