পরীক্ষা দিতে যাওয়ার সময় তরুণীর উপর অ্যাসিড হামলা

acid attack news of nalhati

বীরভূম: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগেই পড়ুয়ার উপর অ্যাসিড হামলার (Acid Attack) অভিযোগ উঠল। বীরভূমের হীরাপুরে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত হীরা বানু নামে ওই পড়ুয়াকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। সে গোপালপুর গ্রামের বাসিন্দা।

ঘটনায় জ্বলে গিয়েছে ওই তরুণীর গলা এবং কাঁধ। নিজের গ্রামেই তাঁর পরীক্ষাকেন্দ্র পড়েছিল নলহাটি হাই স্কুল ফর গার্লস স্কুলে। মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রের কাছেই তাঁর উপর অ্যাসিড হামলা হয় বলে অভিযোগ। হীরার স্বামী রাজেশ শেখই নাকি তাঁকে অ্যাসিড ছুড়ে মেরেছে! অন্তত এমনই অভিযোগ তুলছে পরিবার।

ঘটনায় সরব হয়েছেন গোটা গ্রামের মানুষ। হাসপাতালের চিকিৎসকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হীরার গলার ডান দিক ও কাঁধে গভীর ক্ষত তৈরি হয়েছে। নলহাটি থানার পুলিশ রাজেশ শেখকে আটক করছে পুলিশ। পাশাপাশি, পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Exit mobile version