চিকিৎসার জন্য বেরিয়ে ভয়ংকর পরিণতি
শিলিগুড়ি: কে জানত এমন পরিণতি হবে? বেরিয়েছিলেন চিকিৎসা করতে। কিন্তু, সেই সুযোগই হল না। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল সেই ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া নেমেছে স্থানীয় এবং পরিবারের সদস্যদের মধ্যে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে বাগডোগরা পুলিশ।
ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরা এলাকায়। জানা গিয়েছে, ফাঁসিদেওয়ার ঢিমালজোতের বাসিন্দা কান্দ্রু হাঁসদা (৫৬)। এদিন তিনি যাচ্ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পথে, ট্রাক্টরের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃতের পরিবারের অভিযোগ চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। খবর আসে ট্রাক্টরের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
ট্রাক্টর চালকের গ্রেফতারির দাবি করেছে মৃতের পরিবার। ঘটনার খবর পেয়ে বাগডোগরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।