বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল পুলিশ কর্মীর

দক্ষিণ ২৪ পরগনা: বেসরকারি বাসের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মৃত পুলিশ কর্মীর নাম পলাশ সাহা। তিনি মগরাহাট থানা এলাকার বাসিন্দা ছিলেন। ৯৭৭ নম্বর ব্যাচের ওই কনস্টেবল হাওড়া সিটি পুলিশের অধীনে টেলিকম দফতরে কর্মরত ছিলেন। তীব্র গতিতে আসা ধর্মতলা রুটের একটি বেসরকারি বাস ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলেই ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। এই পথ দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তির পরিচয়পত্র দেখে বোঝা যায় তিনি একজন পুলিশ কর্মী। তখন স্থানীয় বাসিন্দারা বিষ্ণুপুর থানায় খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

Exit mobile version