Siliguri News | চা বানিয়ে খাওয়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী
শিলিগুড়ি: দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু। দার্জিলিং জেলায় সোমবার থেকে শুরু হয়েছে কর্মসূচি। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষের উপস্থিতিতে শিলিগুড়ির (Siliguri News) ফাঁসিদেওয়া (Phansidewa) ব্লকের বিধাননগরের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করা হয়েছে।
চা বানিয়ে ট্রাফিক পুলিশ, স্থানীয় বাসিন্দাদের চা খাওয়ানোর পর জগন্নাথপুর এলাকায় কালী মন্দিরে পুজাে দেন পাপিয়া ঘোষ। পরে বুধারুগাঁও এলাকায় জনসংযোগ করেন। মুরালীগঞ্জ হাইস্কুলে গিয়ে শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে কথা বলেন।
এদিন ফাঁসিদেওয়া (Phansidewa) ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নির্ণয় রায় সহ দলের বিশিষ্টরা কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন।