নকশালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য
শিলিগুড়ি: ফুলবাড়িতে অগ্নিকাণ্ডের পর এবার নকশালবাড়ি। রবিবার রাতে শিলিগুড়ির কাছে নকশালবাড়ির বেঙ্গাইজোত এলাকায় বটলিফ চা কারখানা আগুনে ভস্মীভূত হল। যদিও, ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে, অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতির অনুমান করছে কারখানা কর্তৃপক্ষ।
শিলিগুড়ির অদূরে বিধ্বংসী অগ্নিকাণ্ড নকশালবাড়ির কাঞ্চনজঙ্ঘা চা কারখানায় ঘটে। শটসার্কিটের জেরে এই আগুন বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। রাত চা কারখানার কর্মীরা আগুন দেখতে পান। খবর দেওয়া হলে দমকল ঘটনাস্থলে পৌঁছায় দেওয়া হয়। প্রথমে নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন আসে।
পরে, মাটিগাড়া থেকে দমকলের দুটি ইঞ্জিন ও শিলিগুড়ির একটি ইঞ্জিন ঘটনাস্থে পৌঁছায়। প্রায় দেড় ঘন্টার দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছিল নকশালবাড়ি ও খড়িবাড়ি থানার পুলিশ এবং এসডিপিও নকশালবাড়ি অচিন্ত্য গুপ্ত ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ঘটনাস্থলে পৌঁছান।