শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমা পরিষদ (Siliguri Mahakuma Parishad) ও খড়িবাড়ি (Kharibari) পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পাকা রাস্তার শিলান্যাস করা হল।
৩ লক্ষ ৫৯ হাজার টাকার ব্যয়ে এই রাস্তার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। খড়িবাড়ি (Kharibari) পিডাব্লিউডি ব্রিজ থেকে কেশোরডোবা শ্মশানঘাট পযন্ত পাকা রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ।
তিনি জানিয়েছেন, কেশরডোবা শ্মশানঘাটে যাতায়াতের রাস্তা ছিল না। মহকুমা পরিষদের উদ্যোগে সেই রাস্তার কাজ শুরু হল। বাকি কাজ পঞ্চায়েত সমিতি করবে।
আরো পড়ুন: মা কালীর আরাধনায় থিমের ছোয়া
এদিন শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ বর্মন সহ অন্যান্যরা।