দীর্ঘদিনের দাবি পূরণ, সরকারি বাস পরিষেবা নকশালবাড়িতে
শিলিগুড়ি: নকশালবাড়ি থেকে শিলিগুড়ি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ পরিবহন সংস্থা (এনবিএসটিসি)। মঙ্গলবার অনুষ্ঠানের মাধ্যমে বাস চলাচল শুরু হয়েছে। এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বাসের উদ্বোধন করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর বিপ্লাই, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, কোচবিহার মেডিক্যাল কলেজের সুপার ডঃ রাজীব প্রসাদ সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, নকশালবাড়ি বাসস্ট্যান্ড থেকে দিনে চারবার এই বাসের সুবিধা পাবে বাসিন্দারা। দীর্ঘদিন থেকেই বাসিন্দাদের মধ্যে বাসের দাবি ছিল। সেই দাবি পূরণ হতেই নকশালবাড়িবাসী আপ্লূত।
পার্থ প্রতিম রায় জানান, প্রথম পর্যায়ে একটি বাস চলাচল শুরু হল। দিনে চারবার করে এই বাসের সুবিধা পাবে এখানকার মানুষরা। এই পরিষেবা সাফল্য পেলে, আগামীদিনে আরো বাস চালু করা হবে বলে তিনি জানান।