রেকর্ড আয় বাড়ল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার

শিলিগুড়ি: প্রায় দ্বিগুণ আয় বাড়ল এনবিএসটিসি-র। আগে আয় হত ৯ কোটি টাকা, এখন তা বেড়ে হয়েছে ১৬ কোটি টাকা। এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। শিলিগুড়ির সার্কিট হাউসে এনবিএসটিসি-র বোর্ড মিটিংয়ে এমনটাই জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

জানা গিয়েছে, ২০১১ সালে এনবিএসটিসি-র আয় ছিল ৯ কোটি টাকা। এরপর থেকে লাগাতার আয় বৃদ্ধি হচ্ছে। সোমবার বোর্ড মিটিংয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি) এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, উল্লেখযোগ্যভাবে আয় বেড়েছে। শীঘ্রই এনবিএসটিসিতে বিভিন্ন পরিষেবা অনলাইন হতে চলেছে।

আসবে অনলাইন টিকিট সিস্টেম। স্মার্ট কার্ড পরবর্তীতে আসবে। এদিকে রাজ্য সরকার পরিবেশ দূষণ কম করতে নতুন পদক্ষেপ গ্রহণ করছে। তাই, এনবিএসটিসি-র সিএনজি বাস রাস্তায় নামানো হবে। প্রথমদিকে ২০টি সিএনজি বাস নামানো হবে।এরজন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ৬ কোটি টাকা বরাদ্দ করেছে বলে পার্থ প্রতিম রায় জানান।

তিনি আরও বলেন, শিলিগুড়ি থেকে নেপালে যে বাস চলছে তা খুব ভালোভাবেই চলছে। এবারে এনবিএসটিসি ফুলবাড়ি থেকে বাংলাদেশের মধ্যে বাস চালানোর পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি, পর্যটন বিভাগের সঙ্গে মিলে পর্যটকদের জন্যও বেশকিছু বাস চালানোর কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি।

Exit mobile version