নিজস্ব প্রতিবেদক, মালদা: পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। একইসঙ্গে, বুধবার ইপিএফ-র সুদ কমানোর প্রতিবাদ জানিয়ে নেতৃত্ব অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে।
(Gazole) গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে মঞ্চ গড়ে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেছেন। আইএনটিটিইউসি এই কর্মসূচিতে সামিল হয়। সেখানে উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূলের নেতাকর্মী এবং ব্লকের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্ব।
তৃণমূল কংগ্রেসের গাজোল ব্লক সভাপতি মানিক প্রসাদ বলেন, পাঁচ রাজ্যের ভোট সম্পন্ন হতেই কেন্দ্রের মোদি সরকার এখন দ্রব্যমূল্য বৃদ্ধির শুরু করেছে। পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর পাশাপাশি রান্নার গ্যাসের দাম বাড়ছে। ইপিএফ-র সুদ কমিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আমরা কর্মসূচি পালন করেছি।