Gazole News: দোকানের ভিতর থেকে উদ্ধার ব্যবসায়ীর মৃতদেহ

gazole unnatural death news

নিজস্ব প্রতিবেদক, মালদা: ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গাজোল (Gazole) থানার কদুবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পেশায় ব্যবসায়ী মৃত সুশীল সরকার (৩৬) ওই এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। পরিবার সূত্রের খবর, মঙ্গলবার রাতে তিনি এলাকারই একটি শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন খেয়েছিলেন। তাদের পরিবারের সদস্য । রাতে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে দোকানের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কদুবাড়ি এলাকায় টিনের দোকান ছিল ব্যবসায়ী সুনীল সরকারের। এরপরই বুধবার সকাল ৯টা বেজে যাওয়ার পরেও দোকানে দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের লোকেদের। এরপরই দোকানের দরজা ভেঙে দেখেন বিছানার মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যবসায়ী।

উদ্ধার করে তাঁকে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পর পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যবসায়ীর। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Exit mobile version