Siliguri News | মোটরবাইকে তল্লাশি চালাতেই উদ্ধার হল কী!
শিলিগুড়ি: কাফ সিরাপের পাচারের কারবার গ্রাম এলাকায় বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়ে উঠছে। জেলা পুলিশের তরফে এই কারবার বন্ধে উদ্যোগ নেওয়া হয়। এবারে গোপন খবর পেয়ে শিলিগুড়ি (Siliguri News) এলাকায় অভিযান চালিয়ে (Police Raid) সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশ। সেইসঙ্গে এই কারবার বন্ধ হোক চান এলাকাবাসী।
একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। রবিবার রাতে শিলিগুড়ির (Siliguri News) খড়িবাড়ি (Kharibari) ব্লকের অন্তর্গত বাতাসি বাজার সংলগ্ন সতীশচন্দ্র চা বাগান এলাকায় পুলিশ অভিযান চালায়। ২৫ বোতল কাফ সিরাফ সহ গ্ৰেফতার হয়েছে এক যুবক। অভিযুক্ত যুবকের নাম তাপস রায় (২৯)। সে স্থানীয় খোয়েরমুনি জোতের বাসিন্দা বলে জানা গিয়েছে।
খড়িবাড়ি থানার রানিগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ অনুপ কুমার বৈদ্যের নেতৃত্বে বাতাসি বাজারে সংলগ্ন এলাকায় সন্দেহভাজন একটি মোটরবাইকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় অভিযুক্তের হেপাজত থেকে কাফ সিরাফ উদ্ধার করা হয়। সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়৷