Siliguri News | হাম ও রুবেলার টিকা নেওয়ার কারণেই কী মৃত্যু ছাত্রীর!
শিলিগুড়ি: রাজ্যজুড়েই হাম ও রুবেলার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দার্জিলিং জেলার বিভিন্ন জায়গাতেও শুরু হয়েছে এই টিকা দেওয়া। বিভিন্ন স্কুলে এই টিকা দেওয়া হচ্ছে৷ এরইমাঝে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। শিলিগুড়ির (Siliguri News) খড়িবাড়িতে (Kharibari) টিকা নেওয়ার পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সোমবার খড়িবাড়ি (Kharibari) ব্লকের বাতাসি শ্যামধনজোত উচ্চ বিদ্যালয়ের এই ঘটনাটি ঘটেছে। এদিন হাম ও রুবেলা টিকা দেওয়া হচ্ছিল। জানা গিয়েছে, স্কুলে টিকাকরণের ৩০ মিনিট পর বাড়ি যাওয়ার সময় স্কুলের পাশেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ স্কুলের শিক্ষকরা অ্যাম্বুলেন্সে করে বাতাসি হাসপাতালে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ি (Siliguri News) জেলা হাসপাতালে ছাত্রীকে রেফার করেন। সেখানেই ঘণ্টাখানেকের পর তার মৃত্যু হয় বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসি প্রামাণিক জানিয়েছেন। যেহেতু রাজ্যজুড়ে টিকাকরণ চলছে স্বাভাবিকভাবেই, ছাত্রীর মৃত্যুর পর যথেষ্ট আতঙ্ক রয়েছে।
পরিবারের দাবি, সকালে খাওয়া-দাওয়া করে স্কুল গিয়েছিল অনন্যা। বিদ্যালয় কতৃপক্ষ কেউ উপস্থিত ছিলেন না বলে অভিযোগ পরিবারের। তবে স্কুলের অ্যম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন দাস জানান। তবে টিকা নেওয়ার কারনেই ছাত্রীর মৃত্যু হয়েছে কিনা তা স্পষ্ট হয়নি এখনও।