১২ ঘণ্টা আগে বুক করা যাবে মেট্রো রাইড, চালু নয়া নিয়ম
কলকাতা: বাড়িতে বসেই অগ্রিম বুকিং করা যাবে মেট্রোর টিকিট। তাও ১২ ঘণ্টা আগে! যাত্রীদের সুবিধার্থে মঙ্গলবার এই নয়া ব্যবস্থা চালু করেছে মেট্রো কর্তৃপক্ষ। আগে মেট্রো যাত্রার ৪৫ মিনিট পূর্বে অগ্রিম টিকিট বুক করা যেত। এবার থেকে মেট্রোর টিকিট বুক করা যাবে ১২ ঘণ্টা আগে।
এদিন থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রাথমিকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। পরবর্তী সময়ে নর্থ-সাউথ মেট্রোতেও এই ব্যবস্থা চালু করা হবে বলে মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন। গত বছরের ৪ জানুয়ারি প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রোতে অগ্রিম টিকিট বুকিং করার ব্যবস্থা চালু হয়েছিল।
টিকিট বুকিংয়ের সময়সীমা ১২ ঘন্টা হওয়ার ফলে যাত্রীরা আরও উপকৃত হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। সেইসঙ্গে করোনা সংক্রমণও এড়ানো সম্ভব হবে বলে আশাবাদী মেট্রো। তবে এই টিকিট কিউআর কোড বেসড টিকিট হবে।
কিউআর কোড বেসড টিকিট বুক করাট জন্য প্রথমে যাত্রীদের গুগল প্লে স্টোর থেকে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপটি মোবাইলে ইনস্টল করতে হবে। টিকিট বুক করা হলে, একটি কিউআর কোড জেনারেট হবে। গেটের স্ক্যানারে সেটি ধরলেই যাত্রীদের জন্য দরজা খুলে যাবে। ১২ ঘণ্টার মধ্যে মেট্রো যাত্রা না করলে কিউআর কোড ভ্যালিড থাকবে না৷