Siliguri News | শ্রীকৃষ্ণের টানেই ভারতে প্রবেশ করে গ্রেপ্তার রুশ ব্যক্তি!

Siliguri News: ভগবান শ্রীকৃষ্ণের প্রেমেই নাকি অবৈধভাবে রাশিয়া থেকে ভারতে অনুপ্রবেশ! মানতে খানেকটা কষ্ট হলেও অভিযুক্ত রাশিয়ার ব্যক্তি (Russian) অবশ্য এমনটাই দাবি করেছে। ধৃতের নাম পাভেল আলেকজেন্দ্রোভ।

শনিবার শিলিগুড়ির খড়িবাড়ির (Kharibari) পানিট্যাঙ্কি সংলগ্ন ভারত-নেপাল সীমান্তের বাজারুছাট এলাকা থেকে ওই ব্যক্তিকে এসএসবি ৪১ ব্যাটেলিয়নের জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করেন৷ জিজ্ঞাসাবাদে পাভেল আলেকজেন্দ্রোভ তার রাশিয়ান পরিচয় স্বীকার করেছে।

অবৈধভাবে সীমান্ত পারাপার করতে গিয়ে গ্রেপ্তার (Arrest) হওয়া রুশ ব্যক্তির দাবি সে ভারতের ইসকন যাওয়ার জন্য এসেছিল। এসএসবি জ‌ওয়ানদের এমনটাই জানিয়েছে সে। ধৃত ব্যক্তির কাছ থেকে রাশিয়ার নাগরিকত্বের প্রমাণপত্র উদ্ধার করেছে এসএসবি। ধৃত বৈধ ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করেছিল বলে অভিযোগ।

আরও খবর: ববি দেওয়ালের জামাল কুদু গানে নাচের রিক্রিয়েশন করলেন সালমান খান এবং ধর্মেন্দ্র কুমার

ওইদিন ভারত-নেপাল সীমান্ত পারাপারের সময় টহলরত খড়িবাড়িতে (Kharibari) জ‌ওয়ানদের হাতে আটক হন রাশিয়ান ওই ব্যক্তি। জানা গিয়েছে, মেচি নদী হয়ে নেপাল থেকে ভারতে আসার চেষ্টা করেছিলেন পাভেল আলেকজান্দ্রোভ। সীমান্তে টহলরত এসএসবি ৪১ ব্যাটালিয়ানের জ‌ওয়ানদের সন্দেহ হয়।

সেই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি নিজেকে রাশিয়ান বলে জানায়। পরে, জওয়ানরা ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। ধৃত রাশিয়ান ব্যক্তিকে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।

তবে, রাশিয়ানের কথায় শ্রীকৃষ্ণ প্রেম সামনে এলেও, এর পিছনে অন্য কোনো রহস্য আছে কি না তা নিয়ে চিন্তিত গোয়েন্দা বিভাগ। জানা গিয়েছে ধৃতকে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ। কিভাবে ওই ব্যক্তি রাশিয়া থেকে এদেশে প্রবেশ করল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Exit mobile version