শিলিগুড়ি: জাতীয় সড়কে মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। একেবারে রাস্তার পাশেই পড়েছিল ওই মহিলার মৃতদেহ। শিলিগুড়ির (Siliguri News) কাছে ফাঁসিদেওয়া (Phansidewa) এলাকায় এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া।
ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের কাছে সোমবার ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রোডের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হলে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।