রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: Apple ios 18 বড় পদক্ষেপ নিতে চলেছে সংস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) অর্থাৎ AI কে ভরপুর ব্যবহার করতে চলেছে Apple. বার্ষিক ডেভেলপার কনফারেন্স WWDC 2024 এ এই ফিচারগুলি প্রকাশ করেছে সংস্থারি। iPhone ব্যবহারকারী নিজস্ব অ্যাপল ইন্টেলিজেন্স সিস্টেম সুবিধা দিতে চলেছে অ্যাপল। নতুন Apple ios 18 অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে কোম্পানি।
এই সফটওয়্যার (ios 18) এর মাধ্যমেই একাধিক নতুন ফিচার্স পেতে চলেছেন ইউজাররা। অ্যাপল ডিভাইসে ফিচার্সগুলিতে দেখা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ব্যবহার। তা হোক iPhone এ লেখালেখির ক্ষেত্রে কিংবা অডিয়ো ট্রান্সক্রিপশন। ios 18 এ প্রায় সর্বত্রই এই সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা। সেইসঙ্গে ChatGPT এর সংযুক্তিকরণ তো থাকছেই।
ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ফোনে এআই রাইটিং টুলসের সুবিধা চলে এসেছে। এবার সেই সুবিধা আনল অ্যাপল। ios 18 update এর মাধ্যমে আইফোন এবং অন্যান্য অ্যাপল ডিভাইসে এআই-এর মাধ্যমেই রাইটিং, প্রুফরিডিং, নোটস নেওয়া সহ একাধিক সুবিধা মিলবে। ios 18 update এ লেখায় ব্যকরণগত কিংবা বাক্য গঠনে কোনও ভুল থাকলে, তা শুধরে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই।
apple ios 18 update এ প্রায়োরিটি মেসেজের সুবিধাও যুক্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। ই-মেইল বক্সে প্রচুর দরকারি মেসেজ থাকে। এবার থেকে apple ios 18 update করলে, গুরুত্বপূর্ণ ই-মেইল একদম উপরে হাইলাইট করা যাবে। ব্যবহারকারীরা মেইলগুলি নিজের মতো করে গুছিয়েও নিতে পারবেন। মেইলে অনেক বেশি টেক্সট থাকলে, তা নিজের মতো করে কমিয়ে নেওয়া যাবে।
apple ios 18 এ নোটিফিকেশনের ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকবে বলে কোম্পানি দাবি করেছে। এখন থেকে একটানা নোটিফিকেশন আসলে আর সমস্যা হবে না। এআই নোটিফিকেশন সাজিয়ে দেবে। পাশাপাশি তা যেন সঠিক সময়ে আপনার ফোনে ফুটে ওঠে তা নিশ্চিত করবে apple ios 18 এই চমকপ্রদ ফিচারটি। সেইসঙ্গে অডিয়ো ট্রান্সক্রিপশন ফিচারের মাধ্যমে যা রেকর্ড করা হবে তা অডিয়ো ট্রান্সলেট করা যাবে।
apple ios 18 update এ ইমেজ প্লেগ্রাউন্ডের মাধ্যমে অ্যানিমেশন, ইলাস্ট্রেশন এবং স্কেচ করার ক্ষেত্রেও এআই এর সাহায্য মিলবে। এই ফিচার অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে ইউজারকে আরও সুবিধা দেবে। apple ios 18 update এ থাকা জেনমোজির মাধ্যমে কমান্ড দিয়ে নিজের জন্য আলাদা করে জেনমোজি তৈরি করা যাবে। অ্যাপল ডিভাইসে আপডেটের মাধ্যমে আলাদা করে চ্যাটজিপিটি যোগ হতে চলেছে।
আরো পড়ুন: তাক লাগানো ডিজাইনে ভারতের বাজারে এল Vivo
ios 18 এ ইউজারের সুরক্ষার কথা চিন্তা করে কোম্পানি তাদের ডিভাইসে প্রাইভেট ক্লাউড কমপিউট পরিষেবা দিতে চলেছে। পাশাপাশি, ios 18 এ গুগলের ম্যাজিক ইরেজারের সঙ্গে সাদৃশ্য রেখে, অ্যাপল ডিভাইসেও অ্যাডভান্স ফটো সার্চ ও ক্লিনআপ ফিচার্স যুক্ত করা হচ্ছে। অপ্রয়োজনীয় যে কোনও অংশ ছবি থেকে সরানো যাবে। অ্যাপল ডিভাইসে অ্যাডভান্স সিরি পাওয়া থাকবে। সেটি আগের থেকে আরও উন্নত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহারকারীদের সুবিধা দেবে।