ওয়েবডেস্ক: চলতি মাসের ১৭ তারিখ স্যামসাং এ৩৩ ৫জি (Samsung Galaxy A33 5G) লঞ্চ করতে চলেছে। এর আগেই স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ছবি প্রকাশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে একটি 6.4 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড ডিসপ্লে (Super Amoled Display) থাকবে। ওয়াটার ড্রপ নচ থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও Samsung এর নিজস্ব 1280 প্রসেসর ব্যবহার করা হবে।
স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। একটি ওয়েবসাইট এই তথ্য সামনে এনেছে। সেখানে স্পেসিফিকেশন, মূল্য এবং রেন্ডার প্রকাশ করেছে।
স্যামসাং (Samsung) এর অফিশিয়াল ইউটিউবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই Samsung স্মার্টফোনের লঞ্চ শুরু হবে।
কোম্পানী শীঘ্রই এই মোবাইলের সঙ্গে Galaxy A73 এবং Galaxy A53 লঞ্চ করতে পারে। Galaxy A33 স্মার্টফোন 5G কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ করবে। তথ্য অনুসারে, এই স্যামসাং ফোনটি কালো, নীল, পীচ এবং সাদা চারটি রঙের ভেরিয়েন্টে লঞ্চ করবে।
স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি Samsung( Galaxy A33 5G) এর সম্ভাব্য স্পেসিফিকেশন হিসেবে দাবি করা হয়েছে, এই মোবাইল ফোনটিতে একটি 6.4-ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেল থাকবে। ফুল HD+ ডিসপ্লে প্যানেল থাকবে। এর রেজোলিউশন 2400×1080 পিক্সেল। এর রিফ্রেশ রেট হল 90Hz।
Samsung Galaxy A33 5G ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। এতে প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। অ্যাপারচার থাকবে f/1.8 এবং OIS থাকতে পারে। এতে সেকেন্ডারি ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই লেন্সটি ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিতে সক্ষম হবে বলে দাবি করা হয়েছে। তৃতীয় ক্যামেরাটি একটি ২-মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং চতুর্থ ক্যামেরাটি জানা যায়নি।
ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা (Selfie Camera) থাকবে। এছাড়াও স্মার্টফোনটি ৫০০০ এমএএইচ (5000 mAh) লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে। 25w এর দ্রুত চার্জিং সমর্থন করবে। ফোনের বাক্সে চার্জার নাও থাকতে পারে। এর থেকে বেশি এখন পর্যন্ত কোম্পানীর পক্ষ থেকে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।