শাওমি-র স্মার্টফোনের তালিকায় 6000 mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi 10, দেখুন দাম এবং স্পেসিফিকেশন, বিস্তারিত জানতে পুরো পোস্ট পড়ুন
Release365 ওয়েবডেস্ক: শাওমি ১৭ তারিখ বৃহস্পতিবার তাদের Redmi সিরিজের নতুন স্মার্টফোন Redmi 10 লঞ্চ করল। নতুন লঞ্চ হওয়া Redmi 10 Smartphone এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ (Qualcomm Snapdragon 680) চিপসেট থাকছে। সঙ্গে থাকছে ৫০ মেগাপিক্সেল (50MP) ক্যামেরা। Redmi সিরিজের অধীনে এটিই প্রথম ডিভাইস, যেটিতে আউট অফ বক্সেই মিলবে MIUI 13 UI। স্মার্টফোনটিতে ভার্চুয়াল RAM বুস্ট করার সুবিধা রয়েছে। এই Virtual Ram 8GB পর্যন্ত বাড়ানো যায়। Redmi 10 Sports এ 50MP প্রধান সেন্সর রয়েছে। এছাড়াও একটি 2MP ডেপথ সেন্সর এবং একটি 5MP ফ্রন্ট ক্যামেরা (Front Camera) থাকছে।
Redmi 10 Specificatin
Redmi 10 মোবাইলে ব্যবহার করা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ (Qualcomm Snapdragon 680) ৬ ন্যানোমিটার আর্কিটেকচারে (6 nm Arcitecture Based Processor) তৈরি করা হয়েছে। এছাড়াও 4x ARM Cortex A-73 @2.4GHz and 4x ARM Cortex A-53 @1.9GHz রয়েছে। স্টোরেজের ক্ষেত্রে ইউএফএস ২.২ (UFS 2.2 storage) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ফোনে থাকা ৬০০০ এমএএইচ ব্যাটারি (6000 mAh Battery) চার্জ করার জন্য ১৮ ওয়াটের (18 Watt Charger) চার্জার থাকছে।
ফোনে ভালো ভিউয়ের জন্য ২০.৬:৯ অ্যাসপেক্ট রেশিয়োযুক্ত ৬.৭১ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ওয়াডভাইন এল১ সার্টিফিকেশন (Widevine L1 Certification) রয়েছে। ফলে, বিভিন্ন ওটিটি প্লাটফর্মে ভিডিও দেখার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা মিলবে। ফোনে ৩.৫ এমএম মাইক্রোফোন জ্যাক (3.5mm jack) থাকবে। ৩টি রংয়ে এই ফোন পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে, ক্যারিবিয়ান গ্রীন (Caribbean green), প্যাকিফিক ব্লু (Pacific blue) এবং মিডনাইট ব্ল্যাক (Midnight black)। ফোনে থাকা কর্নিং গোরিলা গ্লাসের সুরক্ষা ফোনে ভেঙে যাওয়া এবং ক্র্যাচ পড়া থেকে বাঁচাবে বলে শাওমি দাবি করেছে।
Redmi 10 Price
Redmi 10 এই স্মার্টফোনটি Mi.com, Flipkart.com, সহ অন্যান্য অনলাইন স্টোরে ২৪ মার্চ, দুপুর ১২টা থেকে কেনা যাবে। Redmi 10 স্মার্টফোনের 4GB+64GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা এবং 6GB+128GB ভ্যারিয়েন্টটি মিলবে জন্য ১২,৯৯৯ টাকায়।