তুষারধসে আটকে ভারতীয় ৭ জওয়ান শহীদ

Death of jawan in arunachal pradesh

ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশে তুষারধসে আটকে পড়া ৭ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হল। মঙ্গলবার ভারতীয় সেনা একথা জানিয়েছে। ইতিমধ্যেই তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। অরুণাচল প্রদেশের কামেঙ্গ সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন ভারতীয় সেনারা।

কয়েকদিন ধরে এলাকার আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল। তুষারপাতও হচ্ছিল। সোমবার সেনার তরফে জানানো হয়েছিল, তাঁরা টহলদারি দলের সদস্য ছিলেন। তুষারধসের পর থেকে তাঁদের খোঁজ মিলছিল না। নিখোঁজ জওয়ানদের সন্ধানে বিশেষ দলকে আকাশে উড়িয়ে আনা হয়েছিল। এদিন সেনার তরফে জানানো হয়েছে, ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গত বছরের অক্টোবরে উত্তরাখণ্ডের মাউন্ট ত্রিশূলে তুষারধসে নৌবাহিনীর ৫ জন আধিকারিক অভিযানে গিয়ে আটকে পড়েছিলেন। পরে, তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সরকার সংসদে জানিয়েছিল, ২০১৯ সালে সিয়াচেন হিমবাহে মোট ৬ জন জওয়ান শহীদ গিয়েছিন। দেশের অন্যত্র এ ধরনের ঘটনায় মোট ১১ জন জওয়ান শহীদ হয়েছিলেন।

Exit mobile version