Aasif Khan অভিনয়ে আসার আগে কিচেন হেল্পের কাজ করেছেন তারকার রিসেপশনেও, কেন!
রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: সিনেমার শহর মুম্বাই সবার জন্য সমান যায় না। অভিনয়ের জগতে প্রবেশের প্রথম দিকে সমস্যা অনেকের নিশ্চিত প্রাপ্তি। অনিশ্চিত থাকে শুধু সিনেমায় নিজের স্বপ্নকে বাস্তব করা। এমনই একটি নাম আসিফ খান (Aasif Khan)। তিনি পঞ্চায়েত ওয়েব সিরিজের দামাদ জি অর্থাৎ ফুলেরা গ্রামের জামাইয়ের অভিনয় করেছেন।
অভিনয়ের দুনিয়ায় নাম, যশ পাওয়ার আগে বছরের পর বছর লড়াই করে গিয়েছেন আসিফ। সেই কর্মের ফল পাচ্ছেন এখন। এক তারকা দম্পতির বিয়েতে ছিলেন বেয়ারা। নিজের পেট চালাতে বেয়ারার কাজ করেছেন এককালে। এমনকি ইন্ডাস্ট্রির তারকা বিয়ের আসর, সঈফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এর ওয়েডিং রিসিপশনেও ওয়েটারের কাজ করেছেন আসিফ খান (Aasif Khan)।
‘গজব বেজ্জতি হ্যায় ইয়ার’! Amazon Prime এর জনপ্রিয় ‘পঞ্চায়েত’ সিরিজের সেই বিখ্যাত সংলাপ? প্রথম সিজনের সেই অত্যন্ত ‘বিরক্তিকর’ গণেশ থেকে তৃতীয় সিজনের অন্যতম ‘প্রিয়’ চরিত্র। এখন দর্শকের মনে একটা জায়গা করে নিলেও এই জায়গায় আসতে অনেক কাঠখড়ই তাঁকে পোড়াতে হয়েছে। বাবার মৃত্যুর পর ছোটখাটো যা কাজ পেয়েছেন, তাই করে পেটের ভাত জোগাড় করেছেন আসিফ (Aasif Khan)।
অবশেষে ২০১০ সালে নিজের মাকে রাজি করিয়ে মুম্বইয়ে গিয়ে অভিনয়ে কেরিয়ার গড়বেন বলে ঠিক করেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে আসিফ খান বলেন, পেট চালাতে, আমি একটি হোটেলে ওয়েটার হিসেবে কাজ করা শুরু করি। কয়েক মাস পর, কিচেন ডিপার্টমেন্টে কর্মরত থাকা অবস্থায় আমাদের কাছে একটা পার্টি ছিল। সেই পার্টি আসলে সঈফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) রিসেপশন ছিল।
আরো পড়ুন: Rao কে ছিলেন, যার মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি সবাই?
সেই চাকরি ছেড়ে দিয়ে কিছুদিন মলে চাকরি করেন আসিফ। কিছু অডিশন দেন এবং তারপর জয়পুরের একটি থিয়েটার দলে যোগ দেন। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘জামতাড়া’ ছিল আসিফ খানের সবচেয়ে বড় ব্রেক এবং এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরমাঝে তিনি কাস্টিং সহকারী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন এবং ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘পরী’, ‘পাগলায়েট’ ও ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’-এর মতো একাধিক ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।