Noor Malabika Das: লাস্যময়ীর এমন ভয়ঙ্কর পরিণতি!

noor malabika das death body recovered from flat in mumbai

রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: নজর কেড়েছিলেন ডিজনি প্লাস হটস্টারের ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজে। সিরিজে যিশু সেনগুপ্ত, কাজলের মতো বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন নূর মালবিকা দাস (Noor Malabika Das)। শেষে কিনা বন্ধ ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করল অভিনেত্রী নূর মালবিকা দাস (Noor Malabika Das) এর পচাগলা ঝুলন্ত দেহ।

পুলিশ জানিয়েছে, অন্ধেরির ওশিওয়াড়া এলাকায় নূর মালাবিকার (Noor Malabika) নিজের ফ্ল্যাট থেকে পচাগলা দেহ মিলেছে। ফ্ল্যাট বাড়ির সিলিং ফ্যান থেকে অভিনেত্রীর দেহ ঝুলছিল। বন্ধ ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেওয়া হয়েছিল। পুলিশ ঘরের তালা ভেঙে অভিনেত্রী নূর মালাবিকা (Noor Malabika) রর অর্ধ পচাগলা দেহ উদ্ধার করেছে।

৩৭ বছর বয়সি মালবিকা অভিনয়ের জগতে আসার আগে বিমানসেবিকা ছিলেন। গত ৬ জুন লোখান্ডওয়ালার ফ্ল্যাট থেকে মালবিকার মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের হয়ে গিয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারন স্পষ্ট হবে।

মুম্বাইয়ের ফ্ল্যাটে অভিনেত্রী পরিবারের সঙ্গেই থাকতেন বলে তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন। কিছুদিন আগেই পরিবার অসমে তাঁর গ্রামের বাড়িতে যায়। অভিনেত্রীর মৃতদেহ ময়নাতদন্ত হয়েছে গুরুগ্রামের সিদ্ধার্থ হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও, কেউ তাঁর দেহ নিতে আসেননি।

মুম্বই পুলিশ ৯ জুন রবিবার নূর মালবিকা দাস (Noor Malabika Das) এর দেহ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় দাহ করে। অভিনেত্রী নূর মালাবিকা দাসের (Noor Malabika Das) ফ্ল্যাট থেকে মোবাইল ফোন, ডায়েরি ছাড়াও ওষুধ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন: Aasif Khan অভিনয়ে আসার আগে কিচেন হেল্পের কাজ করেছেন তারকার

বিকিনি মডেল হিসাবে ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। তাঁর ফলোয়ার সংখ্যা দেড় লাখেরও বেশি। কিছু হিন্দি ওয়েব সিরিজ ও ছবিতে কাজ করেছেন অসমের এই কন্যা। প্রয়াত এই অভিনেত্রী ‘সিসকিয়ান’, ‘ওয়াকম্যান’, ‘তিখি চাটনি’, ‘জাগন্য উপয়া’, ‘চার্মসুখ’, ‘দেখি উন্দেখি’, ‘ব্যাকরোড হাস্টল’-এর মতো ছবি একাধিক করে গিয়েছেন।

See more

ইতিমধ্যেই টেলি সিনে ওয়ার্কার্স অ্যাশোসিয়েশনের তরফে মালবিকার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। অসমের এই তনয়া নূর মালবিকা দাস কি ডিপ্রেশনে ভুগছিলেন নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা অবশ্য মু্ম্বাই পুলিয় খতিয়ে দেখছে। এই মৃত্যুর ঘটনায় বলিউডে যেমন শোকের ছায়া ছাড়িয়েছে, তেমনই নেটদুনিয়ায় নূর মালবিকার ভক্তরাও বিভিন্ন পোস্টে শোক প্রকাশ করেছেন।

 

Exit mobile version