সাংসদ খুনে নেপাল থেকে গ্রেপ্তার আরো ১, ধৃত সিয়ামকে ফেরাতে চাইছে বাংলাদেশ সরকার
রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: কলকাতার নিউ টাউনে ফ্ল্যাটে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনে (Bangladesh MP Anwarul Azim Murder Case) অন্যতম অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তার (Arrest) করেছে নেপাল পুলিশ। শনিবার একথা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন রশিদ।
জানা গিয়েছে, সিয়ামকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে শনিবার হারুন রশিদের নেতৃত্বে কাঠমান্ডু গিয়েছে বাংলাদেশ পুলিশের (Bangladesh) বিশেষ দল। তদন্তকারীরা দাবি করেছেন, আনোয়ারুল আজিম খুনের (Bangladesh MP Anwarul Azim Murder Case) অন্যতম চক্রান্তকারী ছিল এই সিয়াম। বাংলাদেশের ভোলা জেলার বাসিন্দা এই ব্যক্তি আনোয়ারুল খুনের মূল অভিযুক্ত আখতারুজ্জামানের ঘনিষ্ঠ হতে পারেন বলে অনুমান করা হচ্ছে।
আনোয়ারকে ফ্ল্যাটে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর তাঁর দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে হয়েছিল বলে জানা যায়। এই ভয়ঙ্কর ঘটনার পিছনে সিয়ামে হাত থাকতে পারে বলে অনুমান। গত ১৪ মে এরপর কোনো এক দিন ভারত – নেপাল সীমান্ত পার করে সে। সিয়ামের বিরুদ্ধে ইতিমধ্যে লুক আউট নোটিশ জারি করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি। এরই মধ্যে নেপাল থেকে তার গ্রেপ্তারির খবর এসেছে।
সিয়ামকে বাংলাদেশে ফেরাতে শনিবার ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষ দল কাঠমান্ডুর উদ্দেশে আসছে। ওই দলটির নেতৃত্বে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ। এখন পর্যন্ত আনোয়ারুল আজিম খুনে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। আনোয়ার খুনে বাংলাদেশে ৩ জন, পশ্চিমবঙ্গে ১ জন ও নেপালে ১ জনকে গ্রেপ্তার হয়েছে।
ঢাকা ছাড়ার আগে হারুন রশিদ জানিয়েছেন, সিয়াম এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত। খুনের পর সে নেপালে পালিয়েছিল বলে আমারা জানতে পারি। এরপর নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। সজাগ করা হয় ইন্টারপোলকে। নেপাল পুলিশের তরফে জানানো হয়েছে সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে।