Sukanta Majumdar: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই কী কড়া হুঁশিয়ারি!
রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বভার নেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের শিক্ষা দুর্নীতি সম্পর্কে কড়া মন্তব্য করলেন তিনি। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানিয়ছেন, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি ছাড়তে হবেই। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেছেন সুকান্ত।
সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলে এটা অত্যন্ত লজ্জার। সেই শিক্ষামন্ত্রী ও আমি পিএইচডি করার জন্য নাম নথিভুক্ত করিয়েছিলাম একসঙ্গে একই বিশ্ববিদ্যালয় থেকে।’ রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে তিনি (Sukanta Majumdar BJP) বলেন, ‘যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে আমরা দাঁড়াতে পারি। তাঁদের সহমর্মিতা জানাতে পারি। তাঁদের সমব্যথী হতে পারি। কিন্তু, কেন্দ্রীয় সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না।’
তাঁর সংযোজন, স্বচ্ছভাবে যাদের নিয়োগ হয়েছে তাঁদের চাকরি বহাল থাকুক। যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের আজ নয় কাল চাকরি ছাড়তে হবে।’ সুকান্ত আরও জানান, ‘আমি কলকাতায় ফিরে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করব। একদিনে তো পারব না।’ তবে, কয়েকদিনে সমস্ত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন বলে সুকান্ত মজুমদার দেখা করবেন বলে আশ্বস্ত করেছেন।
আরো পড়ুন: Noor Malabika Das: লাস্যময়ীর এমন ভয়ঙ্কর পরিণতি!
সোমবার তৃতীয় মোদি মন্ত্রীসভার দপ্তর বিতরণের পর জানা যায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar BJP)। মঙ্গলবার সকালে দিলীপ ঘোষকে প্রণাম করে মন্ত্রকের কাজে যোগদান দেন সুকান্ত। দ্বিতীয় মোদি মন্ত্রীসভায় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার। তবে, শিক্ষা দুর্নীতি নিয়ে তাঁকে মুখ খুলতে সেভাবে শোনা যায়নি বলেই মত অনেকের।