তাক লাগানো ডিজাইনে ভারতের বাজারে এল Vivo X Fold 3 Pro
রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: ভারতের বাজারে ফোল্ডেবল ফোনের তালিকায় যুক্ত হল Vivo X Fold 3 Pro এই নতুন তাক লাগানো স্মার্টফোন। Vivo অন্য ব্র্যান্ডগুলির ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে টক্কর দিতেই এই ফোন বাজারে আনতে চলেছে। নতুন Vivo X Fold 3 Pro সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে। এই ফোনের থিকনেস হবে 11.2 MM এর। ডিজাইন এবং বিভিন্ন শক্তিশালী স্পেসিফিকেশন সহ বাজারে এসেছে করা হয়েছে।
Vivo X Fold 3 Pro Specs
এই স্মার্টফোনটিতে 8.03 ইঞ্চির AMOLED প্রাইমারি ডিসপ্লে থাকবে। সেই সঙ্গে 6.53 ইঞ্চির AMOLED কভার ডিসপ্লে থাকবে। Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে Vivo X Fold 3 Pro ফোনটিতে। 16GB RAM এবং 512GB স্টোরেজের সঙ্গে বাজারে এই ফোনটি পাওয়া যাবে। ফোনের পিছনে 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে। দীর্ঘস্থায়ী পারফর্ম্যান্সের জন্যে 5700mAh এর বড়ো ব্যাটারি থাকবে। তাতে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সুবিধা মিলবে।
Vivo X Fold 3 Pro স্মার্টফোনে 2,480 x 2,200 পিক্সেল রেজোলিউশনের 6.53 ইঞ্চির এক্সটার্নাল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 8.03 ইঞ্চির ইন্টারনাল AMOLED প্যানেল সহ 2,748 x 1,172 পিক্সেল রেজোলিউশন রয়েছে। 120Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেতে 4,500 নিটস পিক ব্রাইটনেস থাকবে। Vivo X Fold 3 Pro ফোনে 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ থাকছে।
আরো পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Xiaomi 14 Civi, থাকছে তুখোড় স্পেসিফিকেশন
Vivo X Fold 3 Pro ফোনের রিয়ার প্যানেলে ZEISS প্রোফেশনাল ইমেজিং ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 50MP OV50H প্রাইমারি, 50MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 3x অপ্টিক্যাল জুম এবং 70 MM ফোকাল লেন্থ সহ 64MP পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে। ইন্টিগ্রেট করা হয়েছে V3 ইমেজিং চিপ রয়েছে। ফোনে বিশেষ AI ফিচারের পাশাপাশি নিরাপত্তার সঙ্গে ফোন দ্রুত আনলক করতে আলট্রা-সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনেটি ভারতে Android 14 এর উপর ভিত্তি করে তৈরি OriginOS 4 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে।
Vivo X Fold 3 Pro Price in India
ভারতীয় বাজারে Vivo X Fold 3 Pro স্মার্টফোনটি আপাতত একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। এই ফোনের 16GB RAM + 512GB মডেলের দাম (Vivo X Fold 3 Pro Price in India) রাখা হয়েছে 1,59,999 টাকা। এই ফোনটি সেলিস্টিয়াল ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হয়েছে। আজ থেকেই শপিং সাইট ফ্লিপকার্ট, আমাজন, ভিভো ই-কমার্স এবং রিটেল স্টোরগুলিতে এই ফোনটির প্রি-বুকিং চলবে। চলতি মাসের 13 জুন থেকে স্মার্টফোনের সেল শুরু হবে।
Vivo X Fold 3 Pro Buy
SBI এবং HDFC ব্যাঙ্কের উপভোক্তারা 15,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। একই সঙ্গে 10,000 টাকার এডিশনাল এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের মাধ্যমে Vivo X Fold 3 Pro ফোনটি কিনলে 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও 24 মাসের নো-কোস্ট EMI তেই কেনা যাবে এই স্মার্টফোন। মাসিক 6,666 EMI এর মাধ্যমে ক্রেতারা এঔ ফোনটি কিনতে (Vivo X Fold 3 Pro Buy) পারবেন।