শীঘ্রই লঞ্চ হবে Xiaomi 14 Civi, থাকছে তুখোড় স্পেসিফিকেশন
রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: চলতি মাসের ১২ তারিখ Xiaomi 14 Civi স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে। এই প্রথম Xiaomi ভারতে তাদের ‘Civi’ সিরিজ লঞ্চ করতে চলেছে। Xiaomi 14 Civi স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং কিছু ছবি যা সামনে এসেছে তা টেক প্রেমীদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। ইতিমধ্যেই সামনে এসেছে সম্ভাব্য দামও।
Xiaomi 14 Civi এই স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm এর Snapdragon 8s Gen 3 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসর 3 গিগাহার্টজ ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। 8 কোর Kryo CPU তে একটি 3.0GHz Cortex-X4কোর, চারটি 2.8GHz Cortex-A720 কোর এবং তিনটি 2.0GHz Cortex-A520 কোর রয়েছে।
স্মার্টফোনে floating Quad-Curve display নামে চারিদিকে কার্ভ ডিসপ্লে দেওয়া রয়েছে। এই ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ডিসপ্লে যুক্ত রয়েছে। 120Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেতে Corning Gorilla Glass এর Victus 2 প্রোটেকশন থাকবে। এছাড়াও স্মার্টফোনের ডিসপ্লেতে Dolby Vision atmos এবং HDR10+ সাপোর্ট রয়েছে।
Xiaomi 14 Civi স্মার্টফোনে পিছনে 3 টি ক্যামেরা সেন্সর সহ Leica লেন্সের ব্যবহার করা হয়েছে। এই ফোনে প্রাইমারি 50MP Summilux lens সহ 25mm cinematic HDR সাপোর্ট করে। একইসঙ্গে রিয়ার ক্যামেরা সেটআপে 2X জুম সহ 50MP 50mm Portrait Telephoto লেন্স এবং 15এমএ ও 120ডিগ্রী এফওবিযুক্ত 12MP ultra-wide লেন্স রয়েছে।
আরো পড়ুন: OnePlus Nord 4 Launch Date, দামই বা কত?
Xiaomi 14 Civi স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। এই দুটি ক্যামেরাই 32 MP লেন্স। কোম্পানির দাবি অনুযায়ী 32MP + 32MP Dual সেলফি ক্যামেরা থাকবে। ফোনের ফ্রন্ট ক্যামেরা সেটআপে AI Smart ফিচার সহ Teleprompter, 4K আলট্রা এইচডি, Focus Switching, Pocket mirror এবং Dual Video মোড ফিচার দেওয়া হবে।
ফোনটিকে পাওয়ার জন্য শক্তিশালী ব্যাটারি ব্যবহার করছে। Xiaomi 14 Civi স্মার্টফোনের 4,700mAh ব্যাটারি থাকবে। Xiaomi এর দাবি, এই ব্যাটারি 1600 চার্জ সাইকেলের ক্যাপাসিটি রয়েছে। অর্থাৎ যতবার খুশি ফুল চার্জ করার পরেও, ব্যাটারি ভালো পারফরম্যান্স দেবে। ব্যাটারি চার্জের জন্য 67W Turbo Charge সুবিধা থাকবে। স্মার্টফোনটি এবং তিনটি কালার অপশনে পাওয়া যাবে।
Cruise Blue, লেদার এডিশনে Matcha Green এবং ম্যাট ফিনিশে Shadow Black এই তিনটি রংয়ে পাওয়া যাবে রয়েছে। ভারতে Xiaomi 14 Civi
আগামী 12 জুন Xiaomi তাদের Xiaomi 14 Civi স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে। (Xiaomi 14 Civi Launch Date In India) এই দিন কোম্পানি দিল্লিতে একটি বড়ো ইভেন্টের আয়োজন করার কথা রয়েছে। এই ইভেন্টের মঞ্চ থেকে Xiaomi 14 Civi ফোনটি ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে।
Xiaomi 14 Civi India এর বাজারে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। 8GB + 256GB, 12GB + 256GB এবং 12GB + 512GB থাকবে বলে মনে করা হচ্ছে। Xiaomi 14 Civi India তে দাম প্রায় 45,000 টাকার আশেপাশে থাকবে। এই দামের উপর 3000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। xiaomi 14 civi price হতে চলেছে 42 হাজার টাকা থেকে 50 হাজার টাকার মধ্যে।