Naxalbari: পথচারীদের জন্য তৈরি করা হল পানীয় জল!

শিলিগুড়ি: পথচারী ও সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগ নিলো লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে বাগডোগরা বিহার মোড় ফ্লাইওভারের নীচে এই প্রকল্প তৈরি করল।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের জমিতেই প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা জল এই পানীয় জলের প্রকল্প। বুধবার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নকশালবাড়ি (Naxalabari) পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ। উপস্থিত ছিলেন লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা।

জানা গিয়েছে, শীতকালে গরম জল পাওয়া যাবে। গরম কালে মিলবে শীতল জল পাওয়া যাবে । লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, ৩ লক্ষ টাকা ব্যয়ে নিজস্ব তহবিল থেকে এই পানীয় জলের প্রকল্প তৈরি করা হয়েছে‌।

আরো পড়ুন: মা কালীর আরাধনায় থিমের ছোয়া

প্রকল্পের উদ্বোধন করে সভাপতি আনন্দ ঘোষ জানান, বিহার মোড়ে দূর দুরান্ত থেকে আসা মানুষ বাসের জন্য অপেক্ষা করেন। দূরপাল্লার বাসে ওঠার জন্যও অপেক্ষা করেন অনেকেই। সে কথা মাথায় রেখেই এই প্রকল্প গড়ে তোলা হল।

Exit mobile version