শিলিগুড়ি: মাদক পাচারে ক্যারিয়ার এখন মহিলারাই। এমনই ঘটনার সাক্ষী থাকল বাগডোগরা। গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ দুই মহিলাকে গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ির (Siliguri News) অদূরে বাগডোগরা (Bagdogra) বিহার মোড় এলাকা থেকে অভিযুক্তদের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানা গ্রেফতার করেছে।
মহিলাদের কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের (Brown Sugar Drug) পরিমাণ প্রায় ২৮১ গ্রাম। ধৃতরা হল কামনা সরকার ও ঋতু রায়। ধৃত একজন কোচবিহার ও অন্যজন মাটিগাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। মালদা থেকে ব্রাউন সুগার নিয়ে বাগডোগরায় পাচারের উদ্দেশ্য মহিলারা এসেছিল বলে পুলিশ অনুমান করছে।
বাগডোগরা থানা এবং এসওজির যৌথ অভিযানে এদিন সাফল্য মিলেছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় কয়েক লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে। ধৃতরা মূল কারবারি নয় বলে পুলিশের অনুমান। তারা শুধুমাত্র মাদক পাচারে ক্যারিয়ার হিসেবেই কাজ করছিল। রবিবার ধৃত মহিলাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365
প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।