Phansidewa: জলাশয়ের সামনে যেতেই দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত, কাছে যেতেই যা মিলল
শিলিগুড়ি: জলাশয়ে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ফাঁসিদেওয়ার (Phansidewa) জালাস নিজামতারা অঞ্চলের বড়পথু গ্রামের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার জলাশয়ের কাছে গোরু মাঠে নিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁরা জলাশয়ের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান।
খবর দেওয়া হলে ফাঁসিদেওয়া (Phansidewa) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো পড়ুন: মালবাহী গাড়ি খুলতেই বেরিয়ে এল গোরু!
মৃতদেহটি বেশ কয়েকদিন আগের বলে পুলিশ এবং স্থানীয়দের দাবি। আনুমানিক ৪৫ বছর বয়সি মৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহ জলাশয়ে কি করে এল তানিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।