শিলিগুড়ি: জঙ্গল পেরিয়ে লোকালয়ে গজরাজ। শিলিগুড়ির খড়িবাড়ি (Kharibari) সংলগ্ন পানিট্যাঙ্কির টুকুরিয়াঝাড় বনাঞ্চলে রবিবার দেখা মিলল দলছুট দাঁতালের।
এদিকে দাঁতাল দেখতেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত এক মাস ধরে খড়িবাড়ি (Kharibari) সংলগ্ন টুকুরিয়াঝাড় জঙ্গল সংলগ্ন এলাকায় একটি দলছুট হাতি ঘুরে বেড়াচ্ছিল। ওই হাতিটির পায়ে চোট থাকার কারণে দ্রুত চিকিৎসার দাবি জানান এলাকাবাসী।
আরো পড়ুন: দাদার বাড়িতে ভাইয়ের মর্মান্তিক মৃত্যু!
কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পান্ডে জানান এই এলাকায় ঘুরে বেড়ানো খবর রয়েছে। হাতিটির পায়ে চোট অনেক আগের। বেঙ্গল সাফারি থেকে হাতিটিকে চিকিৎসা পরিষেবা দিতে টিম পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।