Kharibari: গাড়ি খুলতেই বেরিয়ে এল গোরু!

শিলিগুড়ি: ফের গোরু পাচার রুখল পুলিশ। ২৬টি গোরু সহ একজনকে খড়িবাড়ি (Kharibari) থানার পুলিশ গ্রেপ্তার করল। পুলিশ সূত্রের খবর, ধৃত মহম্মদ ইউনুস (৪৭) বিহারের কাটিহার জেলার বাসিন্দা।

শিলিগুড়ির খড়িবাড়ির (Kharibari) বাংলা-বিহার সীমান্তের বাঞ্চাভিটা এলাকায় পুলিশ নাকা তল্লাশি করার সময় সন্দেহজনক একটি লরিকে আটক করে। তল্লাশি চালিয়ে ২৬টি গোরু উদ্ধার হয়েছে।

গাড়ির চালকের কাছে গোরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে, চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিশ জানিয়েছে। গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: মেয়ের সঙ্গে বাবা যা করলেন জানলে আঁতকে উঠবেন

ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই গোরু পাচারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে এনিয়ে তদন্ত শুরু করেছে খড়িবাড়ির থানার পুলিশ।

Exit mobile version