ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত হল ডিটারজেন্ট কারখানা

শিলিগুড়ি: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হল ডিটারজেন্ট কারখানা। শনিবার রাতে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি এলাকায় ওই কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। প্রায় ১০ ঘন্টা পর দমকলের ৫টি ইঞ্জিনের লাগাতার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে, আগুনের হাত থেকে রেহাই পায়নি কারখানা। প্রায় গোটা কারখানাই আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে। আগুনের তাপে ভেঙে পড়েছিল ঢালাইয়ের ছাদ। রবিবার ভোর পর্যন্ত আগুন নেভানোর কাজ চলেছে। শনিবার রাতে কারখানা বন্ধের সময় ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন শ্রমিকরা। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে কারখানা।

ওই কারখানায় ডিটারজেন্ট পাউডার তৈরির পাশাপাশি, গামলা, বালতি, মগ ইত্যাদি মজুত করা করা হত। সেই সমস্ত কিছু এই অগ্নিকাণ্ডে পুড়ে যায়। শর্টসার্কিট থেকই আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করছেন দমকল আধিকারিকরা।

প্রথমে কারখানার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন৷ পরবর্তীতে একে একে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা।

Exit mobile version