কাউন্সিলার খুনের ঘটনায় গ্রেপ্তার আরও ২

Firing in Panihati news

পানিহাটি: পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত কাউন্সিলর অনুপম দত্ত খুনের (Panihati Councillor Murder Case) ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার হল। এই ঘটনায় ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজবীতি রীতিমতো উত্তপ্ত। সোমবার এই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল মূল অভিযুক্ত শম্ভু পণ্ডিত। এরপর জেরায় আরও দুইজনের নাম সামনে আসে।

সোমবার রাতে পুলিশ রওনা দেয় বারুইপুরে। সেখান থেকেই কাউন্সিলার অনুপম দত্ত খুনের জন্য অস্ত্র সরবরাহ করা হয়েছিল বলে অভিযোগ। বারুইপুর থেকেই সুজিত পন্ডিত এবং প্রসেনজিত্‍ পন্ডিত নামে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পেরেছে, একটি বাইকের পিছনে বসে ছিলেন কাউন্সিলার। সেই সময়ই একজন ব্যক্তি হঠাত্‍ পিছন থেকে এসে তাঁর মাথায় বন্দুক ঠেকায়। গুলি করে চোখের নিমেষে সেখান থেকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কাউন্সিলার। এরপর সেখানে মৃত্যু হয় তাঁর।

ঘটনার সময় ঘটনাস্থলে ৪ জন উপস্থিত ছিলেন। এরপরই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। শম্ভুকে হোগলা বনের ঝোপে লুকিয়ে থাকতে দেখে, সেখানে স্থানীয়রা আগুন লাগিয়ে দেন। শম্ভু পণ্ডিতকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। কাউন্সিলরকে খুন করার সুপারি কে দিল তা জানার চেষ্টা চলছে।

Exit mobile version