শিলিগুড়ি: গ্রামীন এলাকার রাস্তাতেও বাড়তি নজরদারি। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত নকশালবাড়িতে (Naxalbari) বসানো হল সিসিটিভি ক্যামেরা (CCTV Camera)। পথে-ঘাটে অপরাধ কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সেইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা আরো জোরদার করা সম্ভব হবে বলে দার্জিলিং জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে।
রবিবারই নকশালবাড়িতে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন দার্জিলিং এর পুলিশ সুপার প্রবীণ প্রকাশ ও শিলিগুড়ি (Siliguri News) মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। নকশালবাড়ি থানা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) উদ্বোধন করা হয়। নকশালবাড়ি, খড়িবাড়ি বাগডোগরা, ঘোষপুকুর, মাটিগাড়া হাট এবং নকশালবাড়িতে মোট ৫৬টি সিসিটিভির উদ্বোধন হয়েছে এদিন।
দার্জিলিং এর পুলিশ সুপার জানান, নিরাপত্তার স্বার্থে এই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নকশালবাড়ির বাজার এলাকায় ৮টি ও রাস্তায় ৮টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। অরুণ ঘোষ জানান, মহকুমা পরিষদের পক্ষ থেকে ৮ লক্ষ টাকা ব্যয়ে একাধিক জায়গায়, জনবসতিপূর্ণ এলাকায় নজরদারিতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এই সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষদের সুরক্ষায় জোরদার করবে।
অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365
প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।