স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করল বিজেপি কিষান মোর্চা
শিলিগুড়ি: বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হল। বৃহস্পতিবার শিলিগুড়ির ফাঁসিদেওয়াতে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়েছে।
স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দের ভাবধারা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টরা।
এদিনের অনুষ্ঠানে বিজেপি কিষান মোর্চার শিলিগুড়ি জেলা সাধারণ সম্পাদক অনিল ঘোষ, সংগঠনের ফাঁসিদেওয়া মন্ডলের সভাপতি অশোক রায় চৌধুরী এবং সহসভাপতি বিশ্বজিৎ বাগচি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফাঁসিদেওয়ার ধামনাগছ এলাকায় বিজেপি মন্ডলের পক্ষ থেকেও স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়েছে। সেখানে ফাঁসিদেওয়া বিজেপি মন্ডল সভাপতি বিশ্বদীপা ঘাটানি সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।