স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কী করল তৃণমূল যুব কংগ্রেস
শিলিগুড়ি: মানব সেবার উপরই জোর দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাই স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে উদ্যোগ নিল তৃণমূল তৃণমূল যুব কংগ্রেস।
বৃহস্পতিবার নকশালবাড়ি ব্লক ২ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগীদের ফল বিতরণ করা হল।
এদিন হাসপাতালে গিয়ে রোগীদের শুভেচ্ছা জানিয়ে ফল তুলে দেন তৃণমূল যুব কংগ্রেসের নকশালবাড়ি ব্লক ২ এর প্রাক্তন সভাপতি অরুণ ঘোষ।
উপস্থিত ছিলেন নকশালবাড়ি ব্লক ২ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিরাজ সরকার সহ অন্যান্যরা। পাশাপাশি, গোটা দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।