Kharibari: খুঁটি পুজো দিয়ে শুরু কালী পুজোর প্রস্তুতি
শিলিগুড়ি: আর মাত্র কয়েকদিন। এরপরই কালী মায়ের বন্দনা শুরু। খড়িবাড়ির (Kharibari) বজরঙ্গবলি পুজাে কমিটি খুঁটি পুজোর মধ্য দিয়ে কালী পুজোর প্রস্তুতি শুরু করল।
মঙ্গলবার পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে খুঁটি পুজো করা হয়। সেইসঙ্গে শুরু হল মন্ডপের কাজ। এ বছরই এই কমিটি প্রথম কালী পুজো করতে চলেছে।খড়িবাড়ির (Kharibari) এই পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।
আরো পড়ুন: কালী পুজোয় বিশেষ চমক, সমাজের কোন চিত্র তুলে ধরবে এই ক্লাব!
পুজো কমিটির সদস্যা মনিকা রায় সিংহ জানালেন, পাড়ার বাচ্চারা অন্য জায়গায় না গিয়ে এই পুজো মণ্ডপেই আনন্দ উপভোগ করে। তাই এ বছর ক্লাব প্রাঙ্গণেই কালী পুজো করার উদ্যোগ নেওয়া হয়েছে।