মিড ডে মিলের জন্য রান্না করা ডালে সাপ!

বীরভূম: মিড ডে মিলের রান্নায় মিলল সাপ। প্রাথমিক স্কুলে মিড ডে মিলের ডালের বালতিতে পড়েছিল ছোট একটি সাপ। রান্না খাওয়ার পরই চার পড়ুয়া স্কুলেই বমি করে বলে অভিযোগ। প্রায় ১৫ জন পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। সোমবার বীরভূম জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকে ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়।

হাসপাতালে পড়ুয়াদের পরীক্ষা করে দেখা হচ্ছে। মিড ডে মিলে জন্য রান্না করা ডালের বালতিতে চিতি সাপ থাকার খবর পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। স্থানীয় দাসপলতা মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। পরে স্থানীয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্কুলের প্রধান শিক্ষক নিমাই দে জানিয়েছেন, দুই শিক্ষক ১৪ জন পড়ুয়াকে নিয়ে প্রথমে বাসুদেবপুর হাসপাতালে এবং পরে বেসরকারি হাসপাতালে যান। সেখানে পড়ুয়াদের পরীক্ষা করা হচ্ছে। পড়ুয়াদেট মধ্যে চারজন বমি করছিল।

Exit mobile version